তুমি একটুতো কথা বলো, আমার সাথে!
তোমার প্রাণ মাখা হাসি, বাঁকা চোখের চাহনি
আজও যত্ন করে রেখেছি আমার মাঝে।
তুমি একটুতো কথা বলো, আমার সাথে!
তোমার কত অভিমান মুছেছি এহাতে,
কতইনা রাগ সরিয়েছি বুকে জড়িয়ে।
স্পর্শে এসেছি কাছে, আপন করেছি ভালোবেসে।
তাও কেন আছো দূরে আমাকে একা ফেলে।
তুমি একটুতো কথা বলো, আমার সাথে!
কি ভেবেছ তুমি, দূরে গেলে ভুলে যাবো তোমাকে?
কমে যাবে তোমার প্রতি আমার ভালোবাসা?
মুছে যাবে সব স্মৃতি? হারিয়ে ফেলবো তোমাকে?
অপেক্ষায় তোমাকে আর ফিরে পাবনা জানি,
আর তো কোটাদিন, স্মৃতি নিয়েই কাটিয়ে দেবো।
তুমি ভয় পেয়োনা একা, আমি ফিরছি তোমার দেশে,
ওপারেতে আবার মিলবো দুজন, দুজনকে ভালোবেসে!
তুমি শুধু একটু কথা বলো, আমার সাথে!
কিছু কথা: মানুষ যখন তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে তখন তারা ধীরে ধীরে নিজেকেও হারাতে থাকে, কারণ সেই ভালোবাসার মানুষটার জন্যেই তো নিজেকে পাওয়া নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখা।আমরা আমাদের কাছে থাকা ভালোবাসার মানুষ গুলো কে বেশি বেশি সময় দেইনা, তাদের গুরুত্ব দেইনা, কিন্তু তারাই যখন হারিয়ে যায় বা নাফেরার দেশে চলে যায় তখন তাদের স্মৃতি গুলো নিয়ে কাঁদতে থাকি আর বলি আর একবার যদি সেই দিনগুলো ফিরে পেতাম।তাহলে যতভাবে সম্ভব মন থেকে ভালোবাসা দিতাম। কিন্তু হারিয়ে যাওয়া পরে আর এইকথা গুলো ভেবে কিলাভ, তাই ভালোবসতে হোলে সময় থাকতেই ভালোবাসুন। কারণ সময় ফুরিয়ে ভালোবাসা হয়না!