Valobashar Golpo কি?
valobashar golpo হলো এমন এক ছোট গল্প যে গল্পে মিশে থাকে আবেগ, যে গল্পে মিশে থাকে অনুভূতি, যে গল্পে মিশে থাকে ভালো লাগা আর অনেক অনেক ভালোবাসা! মানুষ যখন প্রেমে পরে তখন তার জীবনটা ঘটনা বহুল হয়ে যায় আর এই সমস্ত ঘটনা গুলোই একেক টা ভালোবাসার গল্প। এক জন আরেক জনকে ভালো লাগা থেকে শুরু করে ভালোবাসা এবং তার পরবর্তী জীবন পর্যন্ত মানুষের জীবনে হাজারো ভালোবাসার গল্পের সৃষ্টি হয়ে থাকে। ভালোবাসার গল্প একেকটা অনুপ্রেরণা, ভালোবাসার গল্প একেকটা শিক্ষা, যা পাঠে মানুষকে সতর্ক করে দেয় এবং তার জীবনে ভালোবাসার পথকে আরো সহজ ও সুন্দর করে তোলে। তাই ভালোবাসার গল্প পাঠের গুরুত্ব অনেক!
ভালোবাসার গল্প
valobashar golpo শুনতে বা পড়তে কার না ভালোলাগে, ভালোবাসার গল্প সবার জীবনেই কিছুনা কিছু আছে। আমার জীবনেও ছোট্ট একটা ভালোবাসার গল্প আছে, আমি যখন কলেজ সেকেন্ড ইয়ার এ পড়ি তখন আমার একটা মেয়েকে অনেক ভালো লেগে যায়, যদিও প্রেম ভালোবাসা নিয়ে আমার ততটা মাতামাতি ছিলোনা কিন্তু ওই মেয়েটাকে দেখার পর থেকে আমার মাথায় সারাক্ষন শুধু ওই মেয়েটার কোথায় ঘুরতে থাকে! মেয়েটার মুখে অনেক মায়া ছিল, খুব বেশি হাঁসতোনা আবার সব সময় মুখ গোমরাও করে থাকতোনা। এক অদ্ভুত ভালো লাগা কাজ করতো ওই মেয়েটার প্রতি! এইভাবেই প্রায় এক মাস চোলে গেলো আমি বুঝতে পারলাম সত্যি সত্যি এই মেয়েটার প্রেমে পরে গেছি আমি, তাই আর দেরি করলাম না একদিন সুযোগ বুঝে মেয়েটার সামনে গিয়ে দাড়ালাম আর আমার মনের যত কথা আছে সবটাই বলে দিলাম তাকে! মেয়েটা কিছুক্ষন হাঁ হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো তারপর বললো "ভাইয়া আপনি কি যানেন না? আমি তো বিবাহিত" এইটা সোনা পর আমার নিজের প্রতি ভীষণ রাগ হলো। আমি আর কিছু বললাম না শুধু মাথা নিচু করে ওখানথেকে চলে আসলাম। তারপর আর কোনদিনও ওই মেয়েটার সামনে যায়নি।