Shopnobilap

valobashar chithi কি?

valobashar chithi বলতে যে চিঠির মাধ্যমে প্রেমিক/প্রেমিকা তার প্রেমিকা/প্রেমিক কে প্রেম নিবেদন করে থাকে। যে চিঠির মাধ্যমে খুব সহজেই হাজারো নাবলা ভালোবাসার কথা খুব সহজেই বলে দেয়া যায় তাই ভালোবাসার চিঠি। কেউকে পছন্দ হওয়া পরে অনেক চেষ্টা করেও তাকে বলার সাহস নাপেয়ে আমরা যে চিঠির সাহায্য নেই তাই ভালোবাসার চিঠি। প্রিয় মানুষ কে যে কথা বলবো বলবো করে নাবলাই থেকে যায় সেই সমস্ত কথা একটা ভালোবাসার চিঠির সাহায্যে একেবারেই সব টা বলে দেয়া যায়! অনেক অনেক আবেগ অনুভূতি ময় ভালোবাসার চিঠি পাঠে পাঠকে আনন্দ দিয়ে থাকে!

ভালোবাসার চিঠি

valobashar chithi আপন জনের থেকে পেতো ভালোই লাগে। একটা সময় ভালোবাসার চিঠি ছিল প্রেম নিবেদনের একমাত্র মাধ্যম। valobasar chithi দিয়ে যতটা সহজ ভাবে প্রিয় মানুষকে ভালোবাসার কথা বলা যায় আর অন্য কোনো মাধ্যমে এত সহজ ভাবে বলা যায়না। বাংলা চিঠি তে মিশে থাকে হাজারো আবেগ অনুভূতি আর ভালোবাসা। আমার কাছেও এমন একটা চিঠি আছে, যেটা লিখেছিলো আমার স্ত্রী! তখন আমাদের প্রেমের মাত্র দু-মাস চলে, সে আমাকে কতটা ভালোবাসে তার বর্ণনা দিয়ে আমাকে একটা চিঠি পাঠিয়ে ছিল যা আমার কাছে আজও ভালোবাসার প্রতীক হিসাবে রয়ে গেছে! আমি এখনো মাঝে মাঝে ওই চিঠিটা বেরকরে পড়ি, চিঠিটা পড়তে আমার অনেক ভালো লাগে তার কারণ ঐটা পড়লে আমার স্ত্রীর প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়! আর ওর প্রতি জমে থাকা রাগ অভিমান সব ধুয়ে মুছে ছাপ হয়ে যায়! একটা ভালোবাসার চিঠি যে ভালোবাসার মানুষের প্রতি এতটা ভালোবাসা বাড়িয়ে দিতে পারে তা আমি আগে কখনোই জানতাম না।
x