Shopnobilap
Shopno Bilap

নিবেদিত বকুল-বেদনা

একখানা বকুল মালা রেখে গেছি শুধু আমার না-থাকায়

আর কিছু না।

শুধু এক মৌন ফুলের মোম যেন নিশব্দ আলোর গন্ধ

চারিদিকে ছড়িয়ে আছে, যেন আলোকিত হয়ে আছে নিজে।

আমার অস্তিত্বকে প্রমানিত কোরে গর্বিত বুক

ঝুলে আছে মৃত বাসি বকুলের হার পুষ্প পালক,

আমি নেই-

আমি নেই তাই বকুল হয়েছে প্রিয়, দুখের কারন

আমি নেই বোলে বকুল বলছে কথা স্মৃতির ভাষায়।

যেন আমি নই, এই বাসি বকুল ভালোবেসে একদিন

অভিমানী রাতে তুমি বেদনার জোস্না মেখেছিলে বুকে, ,

যেন এই বকুলের জন্যে এতো পথ হেঁটে আসা

এতো রাত জেগে থাকা অপেক্ষার সাথে একাকি।

সুবোধ সাপের মতো নিবেদিত নিবিড় ভঙ্গিতে

মৃত বাসি শুকনো বকুল ঝুলে আছে হলুদ দেয়ালে,

যেন অহংকারের ভেতর লুকিয়ে থাকা বিনীত বেদনা

স্নেহময় হাতে যাকে স্পর্শ করলে ভেঙে পড়বে প্রবল বন্যায়।

ইচ্ছাকৃত ভুলে ফেলে রেখে গেছি আমার বকুল

ভুলে ফেলে গেছি ভেবে ফিরিয়ে দিও না ।

২১/০১/১৯৭৬

লালবাগ, ঢাকা।

Thanks for Recommend!

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

Add comment

x