Shopnobilap
Shopno Bilap

ফসলের কাফন

ভরা ফসলের মাঠে যদি মৃত্যু হয়

ভরা জোয়ারের জলে যদি মৃত্যু হয়,

আমার স্বপ্নের দায়ভার আমি তবে তোমাকেই দেবো।

মুছবো না দেহ থেকে মাছের ঘ্রানের মতো ভেজা ঘাম,

বসন্ত আসার আগে এই মৃত্যু, তবু তাকে বলবো না অসময়

যদি দেখি আমাদের অমিত সন্তান তারা লাঙল নিয়েছে হাতে

চাষাবাদে নেমে গেছে অনাবাদি বেদনার কঠিন মাটিতে সব।

ভরা ফসলের মাঠে যদি মৃত্যু হয় তবু দঃখ নেই-

সূর্য ওঠার আগেই যদি মৃত্যু হয় তবু কোনো দুঃখ নেই,

জেনে যাবো, ভোর হবে- আমাদের সন্তানেরা পাবে মুগ্ধ আলো,

শীতার্ত আঁধারে আর পুষ্টিহীন শিশুদের কান্নার বিষাদ

কোনোদিন শুনবে না কেউ।

জেনে যাবো ঋনমুক্ত, আমাদের কাংখিত পৃথিবী এলো।

ভরা শস্যের প্রান্তে যদি মৃত্যু হয় তবে আর দুঃখ কিসে!

জেনে যাবো শেষ হল বেদনার দিন- ফসল ফলেছে মাঠে,

আমাদের রক্তে শ্রমে পুষ্ট হয়েছে ওই শস্যের প্রতিটি সবুজ কনা।

০৩/০৯/১৯৭৭

মিঠেখালি, মোংলা।

Thanks for Recommend!

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

Add comment

x