Bangla Choto Golpo কি?
Choto golpo কি তা বলতে গেলে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ছোট গল্পের শেষ লাইন বলতে হয়, "শেষ হ'য়ে হইয়া না শেষ।" ছোট গল্প সাহিত্যের এমন একটা অংশ যেখানে পুরো গল্পের শুধু একটা কাহিনী বা ঘটনা বর্ণনা করা থাকে মাত্র, উপন্যাসের মতো কোনো গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেয়া থাকেনা। ছোট গল্প কথাটা চল্লিশ-পঞ্চাশ বছর হলো বেবহার হয়ে আসছে, তার পূর্বে এটিকে শুধু গল্প বলা হতো। ইংরেজি সাহিত্য অনুসরণ করে যেমন বাংলায় উপন্যাস লিখিত হয়েছে, তেমনি পাশ্চাত্য সাহিত্য অনুসরণ করেই ছোটগল্প এসেছে। ইংরেজ লেখক এইচ, জি, ওয়েলস্ বলতেন ছোটগল্পের আয়তন এমন হওয়া উচিৎ যা ১০ থেকে ৫০ মিনিটের মধ্যে পরে শেষ করে দেয়া যায়।
বাংলা ছোটগল্প
Choto golpo, জীবনের প্রতিটি ধাপে ধাপেই তৈরী হয় একেকটা choto golpo. আমার জীবনটাও এমন ছোট গল্প দিয়ে ঠাসা। অনেক ছোটবেলায় আমি একবার পাড়ার বন্ধুদের সাথে নদীতে গোছল করতে গেছিলাম, সবার সাথে অনেক আনন্দ আর হৈ হৈ করে নদীর পানিতে ডুব দিচ্ছিলাম। নদীতে একটু স্রোত ছিলো, আমি তেমন ভালো সাঁতার জানতামনা। সবার সাথে থাকতে থাকতে কখন যে পা ফস্কে ভেসে গেলাম কেউ বুঝতেই পারলোনা, আমি অনেক চেষ্টা করেও পারে ফিরতে পারছিলাম না, আস্তে আস্তে আরো দূরে সরে যাচ্ছিলাম, ভয়ে একটু পরে চিত্কার শুরু করলাম তখন সবার নজরে আসলাম যে আমি ভেসে গেছি, ততক্ষনে আমি প্রায় ডুবেই গেছিলাম, শুধু দেখলাম কয়েক জন আমাকে ধরে সাঁতার দিয়েছে তারপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরলো তখন দেখলাম আমি নদীর পারে শুয়ে আছি। আমার দুইটা বন্ধুর জন্য সেদিন আমার জীবন বেচে গেছিলো, তবে আমি মৃত্যুর সাদ কিছুটা পেয়েছিলাম! তারপর থেকে এখনো আমি আর নদীতে গোছল করতে যাইনা।