Bangla Chithi কি?
Bangla Chithi বলতে সাধারণত আমরা যা বুঝি তা হলো যোগাযোগের মাধ্যম মাত্র। আগের যুগে যখন তথ্য প্রযুক্তির ব্যবহার ছিলোনা, মোবাইল ফোনের ব্যবহার ছিলোনা তখন দূরে থাকা আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগের মাধ্যম হিসাবে চিঠির ব্যবহার ব্যাপক ছিলো, তাই চিঠির গুরুত্ব অনেক বেশি কারণ চিঠির মাধ্যমে যে সমস্ত তথ্য আদার প্রদান করা হতো তাতে অনেক সময় আবেগ অনুভূতি ও ভালোবাসা মাখা থাকতো! সাহিত্যেও বাংলা চিঠির গুরুত্ব অনেক কারণ বাংলা চিঠি পাঠে পাঠক অনেক আনন্দিত হয়ে থাকে।
বাংলা চিঠি
Bangla Chithi এর কিছু কিছু ভাষা আমাদের প্রাণ ছুঁয়ে যায়, তেমনি একটা চিঠি একবার আমার কাছে এসেছিলো। চিঠিটা ছিলো এমন, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন থেকেই ভাবি, আমার জীবনের প্রতিটা সূর্যাস্ত তোমার কাঁধে মাথা দিয়ে দেখবো! তোমার সাথে পায়ে পা মিলিয়ে সন্ধ্যায় লেমপোষ্টের আলোতে হাটবো! ভোরের কুয়াশায় এক কাপ চা দুজনে ভাগাভাগি করে খাবো! তোমাকে আমার চোখের আলো বানিয়ে সারাক্ষন আমার পশে পশে রাখবো! আমার চাওয়া গুলো এখনো স্বপ্ন হয়ে আছে তোমার মাঝে, একটু ভালোবাসা দিয়ে তাকি সত্যি করে দিতে পারো তুমি? তোমাকে ভালোলাগা আমাকে গ্রাস করে নিয়েছে! আমি এখন শুধু তোমাতে বিভোর, তুমি ছাড়া আমার চারিপাশ শুন্য। প্রেম নিবেদন কিভাবে করতে হয় আমি তা যানিনা, আমার মনের অনুভূতির কথা গুলো শুধু জানালাম তোমাকে, তুমি চাইলেই আমি তোমার স্বপ্ন হবো তুমি চাইলেই আমি তোমার অনুরাগ হবো, তুমি চাইলেই আমি হাজারো ভালোবাসার গান হয়ে বাজতে থাকবো তোমার কানে! তুমি যানো কি আমার পৃথিবী কত বড়ো? কতটা বিশালতা তোমাকে ডাকছে? কতটা ইচ্ছা তোমার স্পর্শের অপেক্ষায় আছে? আমার স্বপ্ন ভঙ্গের কারণ নাহয়ে পারবেনা একটু ভালোবাসা দিতে?