তোমরা আমাকে হিন্দু বলছো
—- হিলারী হিটলার আভী—-
আমার চার বছরের ছেলেটি যখন মরে গেলো —-
তখন তার ছোট্ট হাতের সাড়ে তিন হাত জায়গা তার দরকার ছিল!
মাটি দেওয়ার জায়গা পেলাম না বলে শ্মশানে নিয়ে কেঁদে কেঁদে তাকে পুড়ালাম!
তাই ঐদিন থেকেই তোমরা আমাকে হিন্দু বলছো!
কিন্তু সেদিন তোমরা তো জানতে না —-
” সেদিন আমি ছিলাম ভূমিহীন! ”
আর আজ? আজ আমি অনেক জমির মালিক,
অথচ —- ” আজ আমি সন্তানহীন! “