পাগলী বউ
বিয়ের আগের দিন রাতে
ছেলে: হ্যালো, রুপতী?
মেয়ে: না! আমি তোমার বউ, কখন থেকে ফোন দিচ্ছি, কোথায় ছিলা?
_ হাতে একটু মেহেদী দিছিলাম, এখন হাত ধুয়ে আসলাম।
_ ধুয়ে আসলে কেনো? ওভাবেই থাকতে!
_ হুম, হাত নাধুয়ে এভাবেই বসে থাকি আর আমার হাতের কাজ গুলা সব গোল্লায় যাক, তাইনা?
_ অরে নাহ, আমি তোমাকে খাইয়ে দিবো তো!
_ আমি মেহেদী বাম হাতে নিছিলাম!
_ যা কুত্তা, তোর কাজ তুই ই কর আমার কিছু করে দেয়ার ঠেকা নাই।
_ হা হাহা হা….
_ এতে হাসির কি হলো?
_ কিছুনা! এইবার বোলো এতবার ফোন দিচ্ছিলা কনো?
_ তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছিলো তাই, কনো আমি কি তোমাকে ফোন দিতে পারবোনা?
_ তা কখন বললাম? আমি তো শুধু জানতে চাইলাম কেনো ফোন দিছিলা? জরুলী কোনো কথা আছে কি না?
_ দেখো তুমি কিন্তু আমার সাথে ঝগড়া করছো, আমি কিন্তু এখন কান্না করে দিবো!
_ আচ্ছা থাক, আর কান্না করতে হবেনা। বলো কি বলতেছিলা?
_ আমি কি বলবো, তুমি বোলো?
_ আমি কি বলবো?
_ তা আমি কি জানি? যা ইচ্ছা বলো?
_ মানে?
_ মানে কিছুই না, আমার শুধু তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছে কিন্তু কি বলবো তা জানিনা।
_ হুম বুঝলাম, কি করছো?
_ খাটে হেলনা দিয়ে বসে আছি, দুহাতে মেহেদী, কানে হেডফোন দিয়ে তোমার সাথে কথা বলছি!
_তোমার হাতে মেহেদী তাহলে ফোনে কল আর কানে হেডফোন দিলা কি করে?
_ আরে….. আর বলোনা, আমাদের বাড়িতে অনেক গুলা পেত্নী আসছে, কেউ আমার পিছুই ছাড়ছিলো না, এদিকে তোমার সাথে তো আমার কথা বলতেই হবে।
_ তারপর?
_ তারপর, মেহেদী দেওয়া শেষ হতেই একটা ছোট পেত্নীকে বলে তোমাকে কল ও হেডফোন দিয়ে নিলাম আর সবাইকে জোর করে তাড়িয়ে দিলাম।
_ তো, আমার সাথে কথা বলতেই হবে কনো?
_ তোমাকে জ্বালাবো তাই!
_ তাই, কিভাবে?
_ কিভাবে? কাল থেকেই বুঝতে পারবে!
_ হুম, কালকের টা কাল বুঝে নিবো। এখন রাখো, কাল আবার অনেক সকালে উঠতে হবে তো,,,
_ রাখতে ইচ্ছা করছে না যে।
_ কেনো?
_ ভাবছি কাল কি হবে?
_ কি আর হবে, আমাদে বিয়ে হবে!
_ আচ্ছা কালকেও কি তুমি আমার জন্য চকলেট নিয়ে আসবা?
_ কালকেও চকলেট চাই?
_ সেতো সব সময়েই চাই!
_ আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো! আর কি চাই বলো?
_ আর,,,,,, আর কাল তুমি আমাকে অনেক গুলা লাল কাচের চুরি দিবা!
_ কেনো? কাল কাচের চুরি দিয়ে কি করবা?
_ কাল রাতে আমি ঐগুলা পরে ছোট বাচ্চাদের মতো করে হাত নাড়াবো আর ঝন ঝন শব্দ করবো!
_ কেনো? তুমি কি বেবি?
_ হুম আমি তো বেবি ই! তোমার কোনো প্রব্লেম?
_ নাহ, আমার কোনো প্রব্লেম নাই, তুমি বেবি হয়েই থাকো তোমাকে বড়ো হতে হবে না। এখন রাখো, সবাই ডাকছে যেতে হবে।
_ হুম! ,,,,, আচ্ছা শোনো, কাল তুমি আসবে তো?
_ কোথায়?
_ আমাদের বাসায়, আমাকে বিয়ে করতে!
_ নাহ…! আমার আত্মীয় স্বজন যাবে তুমি ওদের সাথে চলে এসো তাহলেই হবে।
_ ধেৎ… ফাজলামি করোনা তো!
_ ফাজলামি আমি করছি নাহ তুমি করছো?
_ না রে , ভয় করছে যদি তুমি কাল না আসো!
_ তুই যা তো, ঘুমা! ঘুমাইলেই তোর মাথা ঠিক হয়ে যাবে।
_ হট… বাল, ভাল্লাগেনা! তোর সাথে আর কথাই নাই, তুই আর আমাকে ফোন দিবিনা।
_ ঠিক আছে ঠিক আছে… কাল দেখা যাবে!