পাগলী বউ
বিয়ের দিন সকালে
ফেইসবুক মেসেঞ্জার চ্যাট
মেয়ে: গুড মর্নিং জানু!
ছেলে: গুড মর্নিং, কেমন আছো?
_ ভালো আছি! তুমি এখনো ঘুম থেকে উঠোনি কনো?
_ আমি উঠে গেছি তো।
_ কোই, আমি দেখতে পাচ্ছি তুমি এখনো শুয়ে আছো।
_ আরে ঘুম থেকে উঠে গেছি, কিন্তু এখনো বিছানা ছাড়িনাই এই আর কি।
_ তাড়াতাড়ি উঠে যাওয় রে, আজ নাহ তোমার বিয়ে…..!
_ তাই নাকি? কোই আমাকে তো কেউ কিছু বললো নাহ।
_ এই তো আজকের দিনটা ভালো ভাবে যেতে দাও, কাল থেকে সব আপনাআপনি মনে পরে যাবে তোমার!
_ কেনো? কাল থেকে কি হবে?
_ কাল থেকে তোমার বউ তোমার পাশে থাকবে।
_ বউ পাশে থাকলে তো আরো সব কিছু ভুলে যাবো!
_ টেনশন নিয়োনা, আমি সব মনে করিয়ে দিবো।
_ তো মনে করিয়ে দাওয় আজ কি কি করতে হবে?
_ কি করবি জানিনা, কিন্তু সকাল সকাল রওনা দিতে হবে কারণ অনেক দূরের রাস্তা, আসতে অনেক সময় লাগবে।
_ আর কি?
_ বিয়েতে যা যা আনতে হয় মনে করে সব কিছু নিয়ে আসবা, একটাও যদি ভুলে ফেলে আসছো নাহ তাহলে তোমার মাথা ফাটিয়ে দেবো!
_ ওকে, তারপর?
_ আর,,, তোমার বোন কে সাথে করে নিয়ে এসো, আমাকে সাজুগুজু করে দেওয়ার জন্য।
_ কেন? তোমাদের ওখানে কি কেউ নেই?
_ আছে! কিন্তু এইটা আমাদের এলাকার নিয়ন, ছেলের বাড়ির লোকেরাই মেয়েকে সাজাবে।
_ তোর কোনো সাজুগুজু করা লাগবে না, তুই ওভাবেই থাক আমি গিয়ে নিয়ে এসব!
_ ধেৎ…. ভাল্লাগেনা! যা বললাম কোরো তো।
_ পারবো না, আমি কিছুই নিয়ে যেতে পারবোনা। তোমার ইচ্ছা হয় আমার সাথে এসো, নাহয় জোর করে তোমাকে নিয়ে এসব!
_ আমার বাসার সবাই মিলে তোমাকে পিটানি দিবে।
_ তার আগেই আমি তোমাকে নিয়ে পালিয়ে যাবো।
_ ইশ….. ছেলের শোক কত!
_ কেনো? তুমি কি আমার সাথে যেতে চাওয় না?
_ আরে পাগল! তোমার সাথে যাবো জন্যই তো বিয়ে করছি।
_ হুম তাইতো, আমাদের নাহ আজ বিয়ে আমি পালানোর কথা বলছি কেনো?
_ কারণ তুমি এখনো ঘুমের মধ্যেই আছো তাই। তাড়াতাড়ি উঠে যাওয় তো, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাওয়।
_ উঠতে ইচ্ছা করছেনা যে….
_ ধুর…. ওঠো তো, তা নাহলে কিন্তু…….
_ তা নাহলে কিন্তু, কি?
_ আর একটু ওয়েট করো বাবু, কাল সকাল থেকে সব জানতে পারবে।
_ নাহ,, তুমি এখনই বোলো?
_ সকাল সকাল ঘুম থেকে না উঠলে বিছানা থেকে ফেলে দিবো।
_ নাহ, এইটা বাদ, এইটা করা যাবেনা!
_ তাহলে গায়ে পানি ঢেলে দিবো!
_ নাহ, এইটাও বাদ।
_ কোনো কিছুতেই যখন হবে না তখন, তোমার মাথায় হাত বুলিয়ে কপালে আদর মাখা চুমু দিবো আর ভালোবাসা নিয়ে ডাক দিয়ে বলবো জানু ওঠোনা অনেক বেলা হয়ে গেছে তো!
_ হুম, এইটা ঠিক আছে। এইটা করতেই পারো, যদিও এতে আমার বিছানা ছাড়তে ইচ্ছা করবে কিনা আমি জানিনা!
_ কুত্তা, তুই শুয়েই থাক, তোকে উঠতে হবেনা।
_ রাগ করছো কেন গো! আর একটু শুয়ে থাকি নাহ, একটু পরেই তো সবাই ডাকাডাকি করতে থাকবে।
_ আমার অনেক কাজ আছে, ভালো থেকো আর তাড়াতাড়ি আমাকে বিয়ে করতে চলে এসো! আল্লাহ হাফেয!
_ এই রুপতি , শোনো নাহ, উঠে গেছি তো…. ওকে, বউ সেজে থাকো আমি আসছি তোমায় নিতে!